বার্সেলোনার আগ্রহ থাকার পরও এবারও হয়তো বার্সেলোনার হয়ে খেলা হবে না ব্রাজিলিয়ান তারকা নেইমারের। আর সেটা বার্সেলোনার অফার নাকি পছন্দ হয়নি পিএসজির। এমনটাই জানিয়েছেন ফরাসি ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। আগামী ২ সেপ্টেম্বর বন্ধ হয়ে যাচ্ছে ট্রান্সফার উইন্ডো। ফলে ফের একবার নতুন করে কোনও অফার দেওয়ার সময়ও নেই বার্সার কাছে।
শুক্রবার লিওনার্দো জানান, ‘গত ২৭ আগস্ট প্রথমবার বার্সার পক্ষ থেকে আমাদের প্রস্তাব দেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত আমাদের তা পছন্দ হয়নি। আমরা প্রথম থেকেই বলেই এসেছি ভাল অফার পেলে আমরা নেইমারকে লোনে ছাড়তে রাজি। কিন্তু এক্ষেত্রে সেটা হচ্ছে না। আমাদের কথাবার্তা এখনও শেষ হয়নি। কিন্তু এই ক্ষেত্রে আপাতত বার্সেলোনার প্রস্তাব আমরা মানছি না।’
তিনি আরও জানান, ‘নেইমার স্পষ্টভাবেই জানিয়েছেন যে তিনি অন্য ক্লাবে যেতে চান। কিন্তু কোনও ক্লাবেরই ওকে দেওয়ার মতো টাকা নেই। আর যতক্ষণ না আমরা মনে করছি ওকে পর্যাপ্ত টাকা দেওয়া হচ্ছে, ততদিন নেইমার আমাদের ক্লাবেই থাকবে।’
বার্সার ফের একবার নেইমারকে দলে নেওয়ার এই তৎপরতার পেছনে মেসির ‘গোঁসা’ও একটি কারণ বলে জানা গেছে। সম্প্রতিই দলবদলের বাজারে বড় চমক দিয়েছে কাতালান জায়ান্টস বার্সেলোনা। প্রায় ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে আতোয়াঁ গ্রিজম্যানকে দলে নিয়েছে তারা। কিন্তু সূত্রের খবর, এই ব্যাপারটি একেবারেই মেনে নেননি লিওনেল মেসি।
মেসি আর নেইমার এক সঙ্গে এর আগে বার্সায় খেলেছেন। ফলে নেইমারের শক্তি ও খেলার ধরনের সঙ্গে পরিচিত তিনি। ফলে নতুন মৌসুমে নেইমারকেই দলে চেয়েছিলেন মেসি। কোপা আমেরিকা শেষের পর ছুটিতে গিয়েছিলেন মেসি। কিন্তু এরই মধ্যে গ্রিজম্যানকে সই করিয়ে নেয় বার্সা। আর তাতেই চটেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
প্রসঙ্গত, মেসি ও গ্রিজম্যানের সম্পর্ক খুব একটা ভাল নয়। বেশ কিছু দিন আগে এক ম্যাচের ডাগ আউটে একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। এরপর ম্যাচ শেষে যখন বাকি খেলোয়াড়রা হ্যান্ডশেক করলেও একে অপরের সঙ্গে হাত মেলাননি দুই সুপারস্টার।
বিডি-প্রতিদিন/মাহবুব