আগামী সপ্তাহে নতুন টিম ম্যানেজমেন্ট ঘোষণা করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দুই সাবেক অধিনায়ক মিসবাহ উল হক প্রধান কোচ এবং বোলিং কোচ হিসেবে দৌড়ে এগিয়ে আছেন ওয়াকার ইউনিস। তেমনটা হলে জুটি বাঁধতে পারেন মিসবাহ-ইউনিস।
প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেতে পারেন মহসিন খান। পিসিবির একটি সূত্র জানিয়েছে, পাঁচ সদস্যের প্যানেল ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার শেষ করেছেন।
তিনি বলেন, ‘এখন কেবলমাত্র কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করে বোর্ডের কাছে পাঠাবে এবং প্রধান কোচ হিসেবে মিসবাহ ও বোলিং কোচ হিসেবে ওয়াকার ফেবারিট।’
তিনি আরও জানান, সাবেক অধিনায়ক ইন্তিখাব আলমের নেতৃত্বাধীন কমিটি ইতোমধ্যেই সকল প্রার্থীর সাক্ষাৎকার শেষ করেছে। ইতোপূর্বে প্রধান নির্বাচক ও অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা মহসিন প্যানেলের সামনে সাক্ষাৎকার দিয়েছেন। যা থেকে মনে হচ্ছে আগামী সপ্তাহে তাকে বড় কোনো দায়িত্ব দেয়া হতে পারে।
প্রধান কোচ হতে আগ্রহী মহসিনকে প্রধান নির্বাচক অথবা টিম ম্যানেজার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিনিধি/এনায়েত করিম