বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার রুবেল হোসেন ছেলে সন্তানের বাবা হয়েছেন। আজ রবিবার সকাল ৯টা ৪১ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে রুবেলের স্ত্রী পুত্র সন্তানের জন্ম দেন।
সন্তান জন্মের পর রুবেলের স্ত্রী ইসরাত জাহান দোলা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন। জাতীয় দলের তারকা এই ক্রিকেটার বাবা হওয়ার খবর জানিয়ে ছেলের জন্য সবার কাছে দেয়া চেয়েছেন।
এদিকে, নাতি হওয়ার খুশিতে ক্রিকেটার রুবেলের বাবা ব্যবসায়ী সিদ্দিকুর রহমান তার বাগেরহাটের শহরের বাসাবাটি বাসভবনে দুপুর থেকে সবাইকে মিষ্টি খাওযাচ্ছেন।
বাগেরহাটের সন্তান ক্রিকেটার রুবেল হোসেন ২০১৬ সালে নিজ জেলা শহরের মুনিগঞ্জের এলাকার মেয়ে ইসরাত জাহান দোলাকে বিয়ে করেন। এই দম্পতির ঘরে এটিই প্রথম সন্তান।
বিডি-প্রতিদিন/মাহবুব