স্প্যানিশ লা লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে পড়েও শেষ পর্যন্ত গ্যারেথ বেলের জোড়া গোলে হার এড়াল রিয়াল মাদ্রিদ। ২-২ গোলে ড্র’তে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দু'দল।
রবিবার রাতে ভিয়ারিয়ালের মাঠে হারের শঙ্কা থেকে স্বস্তির এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।
ভিয়ারিয়ালের বিপক্ষে রক্ষণের দুর্বলতায় ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে রিয়াল। তবে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে দলকে সমতায় ফেরান বেল।
ম্যাচের ৭৫ মিনিটে আবারও গোল খেয়ে বসে রিয়াল। আবারও দলকে বিপদমুক্ত করলেন বেল। এবার লুকা মদ্রিকের পাস ডি-বক্সে পেয়ে এক জনকে কাটিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বেল।
লা লিগে ৩ ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন