আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে পোলার্ড–হার্দিকের খুনসুটি কারো অজানা নয়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্ট সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন হার্দিক। সামনের বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে হার্দিক বড় ভূমিকা নিতে পারেন। তবে হার্দিককে কিন্তু প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার পোলার্ড।
তিনি বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সে হার্দিককে প্রথমবার দেখেছিলাম। আমি আত্মবিশ্বাসী। একদিন সুপারস্টার হয়ে উঠবে হার্দিক।’
এরপরই পোলার্ডের সংযোজন, ‘যেভাবে নিজেকে মেলে ধরছে। অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে। তাতে মাঠের বাইরের ঘটনা লোকে বেশিদিন মনে রাখবে না। নেতিবাচক দিকগুলো তারাই মনে রাখে যারা, প্রাচীনপন্থী হন। কিন্তু হার্দিক জানে মাঠে সেরাটা তুলে ধরতে পারলেই লোকে সব ভুলে যাবে। ক্রিকেট মাঠই জবাব দেওয়ার সেরা জায়গা।’
টেলিভিশন শো'তে হার্দিকের বিতর্কিত মন্তব্য নিয়েই ভারতীয় অলরাউন্ডারের পাশে দাঁড়ালেন পোলার্ড।
বিশ্বকাপের পর হালকা চোটের জন্য বিশ্রাম নিয়েছিলেন হার্দিক। ক্যারিবিয়ান সফরে যাননি। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে টি-টোয়েন্টি ম্যাচে তিনি দলে ঢুকলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ