দ্বিতীয় টেস্টেও মুখরক্ষা হয়নি ক্যারিবিয়ানদের। ২৫৭ রানে ভারতের কাছে হারল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে বিরাট বাহিনী ব্যাট ছাড়ে ১৬৮ রানেই। আর তারপরই ক্যারিবিয়ানদের সামনে ৪৬৭ রানের টার্গেট খাড়া হয়। কিন্তু এদিন ২১০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ফলে ২৫৭ রানেই সহজ জয় ছিনিয়ে নেয় ভারত।
ভারতের দুরন্ত বোলিং লাইন আপের কাছে কোনও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানই প্রায় মুখ তুলে দাঁড়াতে পারছিলেন না। একমাত্র শামরাহ ব্রুকসের ব্যাট থেকে অর্ধশতরান উঠে আসে। সেই তিনিও ৫০ রান করেই রান আউট হয়ে যান। ক্যাপ্টেন কোহলি তাকে রান আউট করেন এই দিন। এছাড়া জেসন হোল্ডার করেন ৩৯ রান এবং ব্ল্যাকউডের ব্যাট থেকে উঠে আসে ৩৮ রান। আর তাছাড়া কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যানই এদিন রান পাননি।
এর আগে, ভারতে প্রথম ইনিংসে ৪১৬ রানে অলআউট হয়। জবাবে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১১৭ রানে। ৪ উইকেটে ১৬৮ রানে ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুই ম্যাচে দুই জয়ে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত।
বিডি-প্রতিদিন/শফিক