মোহম্মদ সামির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। চার্জশিট না দেখা পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও চুপ থাকবে বিসিসিআই । ভারতের আলিপুর আদালত গতকাল সোমবার ভারতীয় দলের পেসার মোহম্মদ শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শামি যেহেতু বিদেশ সফরে রয়েছেন। তাই তাকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে।
শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছিলেন স্ত্রী হাসিন জাহান। তারপর মামলা চলেছে। গতকাল সোমবার গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা শুনেছি শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এখন এই বিষয়ে বোর্ড জড়াবে না। আগে আমরা চার্জশিট দেখব। তারপর সিদ্ধান্ত নেব বোর্ডের সংবিধান অনুযায়ী। এত তাড়াতাড়ি কোনও মন্তব্য করাটা ঠিক হবে না।’
শামির চুক্তির ক্ষেত্রে কোনও সমস্যা হতে পারে কি? ওই বোর্ড কর্মকর্তা বলেছেন, ‘যেটুকু শুনেছি গার্হস্থ্য হিংসার অভিযোগ রয়েছে শামির বিরুদ্ধে। এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে সামির চুক্তি ভাঙার কোনও প্রয়োজনই নেই। দেশে ফেরার পর শামি নিশ্চিতভাবেই গোটা পরিস্থিতিটা দেখে নেবে।’
হাসিন জাহান কিন্তু সামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও তুলেছিলেন। তবে বোর্ডের দুর্নীতিদমন শাখা এই অভিযোগের কোনও সত্যতা খুঁজে পায়নি। তারপর থেকেই এই সমস্যায় শামির পাশেই রয়েছে ভারতীয় বোর্ড। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও কিন্তু পেসারের পাশেই থাকল বিসিসিআই।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ