বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে হারিয়েছে ভারত। ফলে সফরকারী ভারত ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিল। এ জয়ে চ্যাম্পিয়নশিপে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত।
সিরিজ জয়ের সুবাদে দারুণ এক রেকর্ড গড়লেন অধিনায়ক বিরাট কোহলি। এখন তিনিই সর্বোচ্চ টেস্ট জয়ী ভারতীয় অধিনায়ক। তার নেতৃত্বে ক্রিকেটের অভিজাত সংস্করণে এখন পর্যন্ত ২৮টি জয় পেয়েছে টিম ইন্ডিয়া।
এর আগে এ রেকর্ডটি দখলে ছিল মহেন্দ্র সিং ধোনির। ধোনির জয় পেয়েছিলেন ২৭ টেস্টে। জ্যামাইকা টেস্ট জিতে তাকে টপকে এখন ক্রিকেটের দীর্ঘতম পরিসরে দলটির সবচেয়ে সফল অধিনায়ক কোহলি।
ধোনির আগে রেকর্ডটি ছিল সৌরভ গাঙ্গুলির। ২১ টেস্ট জয় ছিল তার। মোহাম্মদ আজহারউদ্দিন ১৪টি জয় পেয়েছিলেন। এবার ক্যারিবীয়দের হারিয়ে সবাইকে ছাড়িয়ে গেলেন কোহলি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন