তাজিকিস্তান সফরের শুরুটা ভালো হলো না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। আফগানদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাজিক প্রিমিয়ার লিগের তৃতীয় দল এএফসি কুকটোশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে হেরে গেছে জেমি ডে’র শিষ্যরা।
তাজিকিস্তানের হিশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয় বাংলাদেশের। ম্যাচের মাত্র দ্বাদশ মিনিটেই স্বাগতিক দলের মহিউদ্দিনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। বিরতির পর ৬৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সবির।
প্রথম প্রস্তুতি ম্যাচ হারলেও হাতে আফগানদের মুখোমুখি হওয়ার আগে আরও একটি সুযোগ থাকছে বাংলাদেশের হাতে। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাজিক প্রিমিয়ার লিগের আরেক ক্লাব সিএসকেএ পামিরের মুখোমুখি হবে জেমি ডে’র দল।
১০ সেপ্টেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম অভিযানে আফগানিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে আফগানরা বেশ শক্তিশালী। র্যাংকিংয়ে তাদের অবস্থান ১৪৯, বাংলাদেশের ১৮২। তবে গ্রুপ ‘ই’ থেকে বাংলাদেশের সবচেয়ে নিকটতম ফুটবল শক্তি আফগানরাই। তাই এই ম্যাচে জিতে বাকি পথটা মসৃণ করতে চায় বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/মাহবুব