নারায়নগঞ্জের রূপগঞ্জে মন্ত্রী একাদশ বনাম জেলা পুলিশ সুপার একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার মুড়াপাড়া স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় হাজার হাজার দর্শকের সমাগম হয়। মাঠের চারপাশের ভবনের ছাদ, গাছে উঠে মানুষ খেলা উপভোগ করে। খেলায় এস,পি (হারুনর রশিদ) একাদশকে ২-১ গোলে পরাজিত করে মন্ত্রী (গোলাম দস্তগীর গাজী) একাদশ।
এসময় আরও উপস্থিত ছিলেন তারাব পৌর মেয়র হাছিনা গাজী, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, রূপগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মমতাজ বেগম,রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল প্রমুখ।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ