আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে আজ চট্টগ্রামে রশিদ খানদের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার সকাল ১০টায়। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও জয়ের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে টাইগাররা। ওপেনিংয়ে সাদমানের সঙ্গে সৌম্য সরকারের নামার সম্ভাবনা বেশি। তিন নম্বরে যথারীতি মুমিনুল হক। চার নম্বরে মুশফিক। সাকিবও নামতে পারেন চারে। অর্থ্যাৎ চার-পাঁচে সাকিব-মুশফিক। ছয় নম্বরে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাত নম্বরে লিটন দাস কিংবা মোসাদ্দেক হোসেনকে দেখা যেতে পারে।
এরপর মিরাজ, তাইজুলের একাদশে থাকা অনেকটা নিশ্চিত। পরের দুই বোলারের জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে নাঈম হাসান, আবু জায়েদ রাহী, এবাদত ও তাসকিন আহমেদের মধ্যে।
সে হিসেবে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দাঁড়াচ্ছে এ রকম:
১. সাদমান ইসলাম
২. সৌম্য সরকার
৩. মুমিনুল হক
৪. মুশফিকুর রহীম (উইকেট রক্ষক)
৫. সাকিব আল হাসান (অধিনায়ক)
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. লিটন কুমার দাস/মোসাদ্দেক হোসেন
৮. মেহেদী হাসান মিরাজ
৯. তাইজুল ইসলাম
১০. নাঈম হাসান/এবাদত।
১১. আবু জায়েদ রাহী/তাসকিন
বিডি-প্রতিদিন/মাহবুব