আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে আইরিশ নারীদের ৪ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
বৃহস্পতিবার বাছাইপর্বের সেমিফাইনালে মুখোমুখি হয় ‘এ’ গ্রুপের শীর্ষ দল বাংলাদেশ ও ‘বি’ গ্রুপের রানার্স-আপ আয়ারল্যান্ড। স্কটল্যান্ডের ড্যান্ডিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে আইরিশ মেয়েরা। জবাব দিতে নেমে ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পোঁছায় সালমা বাহিনী।
এই জয়ে চলমান টুর্নামেন্টের ফাইনালে উঠার পাশাপাশি ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করলো বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর সাথে শনিবার মুখোমুখি হবে সালমা খাতুনের দল।
বিডি-প্রতিদিন/মাহবুব