চ্যাম্পিয়নস লিগে গত আসরে শেষ ষোল থেকে বিদায় নেওয়ার পর ক্ষোভে সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচ অফিসিয়ালদের ধুয়ে দিয়েছিলেন পিএসজি তারকা নেইমার। এর ফলে শাস্তিস্বরূপ চ্যাম্পিয়নস লিগের তিন ম্যাচে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল ব্রাজিলিয়ান তারকাকে।
এর বিরুদ্ধে আপিলে নিষেধাজ্ঞা এক ম্যাচ কমেছে নেইমারের। মঙ্গলবার কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) এই শাস্তির কমার বিষয়টি জানিয়েছে।
তবে শাস্তি কমলেও বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ এবং পরে ২ অক্টোবর গ্যালাতাসারের বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারবেন না নেইমার। নিষেধাজ্ঞা ছিল ২২ অক্টোবর বেলজিয়ান দল ব্রুজেসের বিপক্ষে ম্যাচ পর্যন্ত। তবে এক ম্যাচে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এই ম্যাচটি এখন খেলতে পারবেন তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব