ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়েকে ১৭৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ে ভর করে ১৭৫ রান করে টাইগাররা।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৬২ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ।
ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পর ৪.৫ ওভারে দলীয় ৪৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় টাইগাররা। এরপর ছন্দ পতন দেখা দেয় টাইগারদের ব্যাটিংয়ে। দলীয় ৬৫ রানের মাথায় সাকিবসহ তিন উইকেট হারায় বাংলাদেশ।
শান্ত (১১) এবং লিটন দাস ২২ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরেন। অন্যদিকে সাকিব করেন ১০ রান।
৩ উইকেট বিদায়ের পর মুশফিকুর রহীম এবং মাহমুদুল্লাহ রিয়াদ জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। তবে ৩২ রান করে মুশফিক এবং ৬২ রান করে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ। বাকিরা তেমন রান করতে না পারায় ১৭৫ রানে বাংলাদেশের ইনিংস সমাপ্ত হয়।
আজকের ম্যাচে আনা হয় তিন পরিবর্তন। পেসার শফিউল ইসলাম দলে ঢুকেছেন। আর অভিষেক হচ্ছে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের।
এর আগে প্রথম ম্যাচে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। তবে আজকের ম্যাচে যদি জিম্বাবুয়ের বিপক্ষে জিততে পারে বাংলাদেশ, তাহলে ফাইনাল নিশ্চিত। তবে, হেরে গেলে পড়তে হবে বিপদে। তখন আফগানদের বিপক্ষে পরের ম্যাচ হয়ে দাঁড়াবে ডু অর ডাই ম্যাচ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন