ইন্দোরে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্তের
পক্ষে মুমিনুলের ব্যাখ্যা, “উইকেট একটু শক্ত আছে, বল আসবে ব্যাটে। ম্যাচের পরের দিকে উইকেট ভাঙতে পারে।”
উইকেটে ঘাসের ছোঁয়া আছে যথেষ্ট। শুরতে আর্দ্রতাও থাকতে পারে। তারপরও টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।
টস শেষে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানালেন, টস জিতলে তারা আগে বোলিংই নিতেন।
এদিকে, টিভি ধারাভাষ্যে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেন, “এটি সাহসী সিদ্ধান্ত। শুরুর সময়টা দারুণ সতর্ক থাকতে হবে তাদের, কারণ ভারতের পেস আক্রমণ দুর্দান্ত।”
বিডি-প্রতিদিন/মাহবুব