দীর্ঘ প্রায় এক বছর পর দলে ফিরেও ব্যর্থ হলেন অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস। ব্যর্থ হলেন আরেক ওপেনার সাদমান ইসলামও।
ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে স্কোরবোর্ডে ১২ রান তুলতেই নেই এই দুই ওপেনার। ষষ্ঠ ওভারে উমেষ যাদবের শেষ বলে আউট হওয়ার আগে ইমরুল করেন মাত্র ৬ রান। পরের ওভারে ইশান্ত শর্মার শেষ বলে নেই সাদমান ইসলামও। তিনিও ইমরুলের সমান ৬ রান করে আউট হয়েছেন।
এর আগে, টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মুমিনুল হক। উইকেটে ঘাসের ছোঁয়া ও আদ্রতা থাকায় এটাকে সাহসী সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
বিডি-প্রতিদিন/মাহবুব