১৪ নভেম্বর, ২০১৯ ১২:০০

যে স্বপ্ন পূরণ হয়নি হাবিবুল বাশারের

অনলাইন ডেস্ক

যে স্বপ্ন পূরণ হয়নি হাবিবুল বাশারের

ফাইল ছবি

স্বপ্ন পূরণ হয়নি টি-২০ সিরিজে। অধরাই রয়ে যায় প্রথমবারের মতো ভারতের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন। এরপর বিশ্বসেরা দলটির বিপক্ষে লড়াইয়ের মানসিকতা নিয়ে আজ বৃহস্পতিবার পয়মন্ত ইন্দোরে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথমটিতে নেমেছে টাইগাররা। বাংলাদেশের ১১ নম্বর টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মুমিনুল হক সৌরভের। ইন্দোরের পর ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনে শুরু হবে গোলাপি বলে দিবা-রাত্রির আলোয় ঐতিহাসিক টেস্ট।

জানা গেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন কলকাতার ইডেন গার্ডেনের ওই টেস্ট ম্যাচে। তার সফরসঙ্গী হিসেবেই কলকাতা টেস্টে থাকবেন টাইগার দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই টেস্টকে ঘিরে অবশ্য বাংলাদেশের সাবেক ক্রিকেটারদেরও মিলনমেলা বসবে ইডেনে। কারণ ২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের অভিষেক টেস্টের দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকেই আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই। 

ইডেনে ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ নিয়ে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, '২০০০ সালের সেই দলের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ করে দিয়েছে সৌরভ গাঙ্গুলী। কলকাতায় টেস্ট খেলার স্বপ্ন ছিল। আশা পূরণ হয়নি। এবার সমর্থক হিসেবেই না হয় অভিষেক হবে।'

তিনি আরও বলেন, 'সাকিব ও তামিম দলের দুই স্তম্ভ। ওদের বাদ দিয়ে মোহাম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদবদের সামলানো এই বাংলাদেশ ব্যাটিং লাইনআপের কাছে কঠিন কাজ। টেস্টে বিরাট কোহলি ফিরেছে। সে ক্রিকেট বিশ্বের যে কোনো দেশের কাছেই ত্রাস। ভারতের এই ব্যাটিং লাইনআপকে সমস্যায় ফেলতে হলে বাংলাদেশককে অসামান্য বোলিং করতে হবে। আশা করি, মুস্তাফিজুররা লড়াই করবে।'

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর