রিভিউ নিয়ে বিরাট কোহলিকে ফিরিয়েছে বাংলাদেশ। ভারত অধিনায়ক মেরেছেন ডাক। এটি ছিল আবু জায়েদ রাহীর তৃতীয় উইকেট।
এর আগের ওভারে চেতেশ্বর পুজারাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন রাহী।
যদিও তার আগের ওভারেই পুজারাকে ফিরাতে পারতেন রাহী। কিন্তু স্লিপে কঠিন ক্যাচ নিতে পারেনি মেহেদী হাসান মিরাজ। তবে নিজের পরের ওভারে এসে ঠিকই পুজারাকে ফেরত পাঠান রাহী।
মিরাজ ক্যাচ নেওয়ার চেষ্টায় আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়ে যান। তার বদলি হিসেবে ফিল্ডিংয়ে নামেন সাইফ হাসান। সেই সাইফই নিয়েছেন দারুণ এক ক্যাচ।
অফ স্টাম্পের বাইরের বলে ড্রাইভ করেছিলেন পুজারা। এজ হয়ে ক্যাচ যায় গালিতে। বাঁ দিকে ঝাঁপিয়ে দারুণভাবে বল তালুবন্দি করেন সাইফ।
অবশ্য আঙুলে চোট পাওয়ায় মাঠ ছেড়ে যান সাইফও। বদলি খেলোয়াড়ের বদলি হিসেবে নামেন নাঈম হাসান!
রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের স্কোর: ১২৯/৩ (৩৪ ওভার)।
বিডি প্রতিদিন/কালাম