দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেই ফের বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা। ভারতের রানের বোঝায় যেন চাপ সৃষ্টি করলো ওপেনার ইমরুল সাদমানের ওপর। এমনকি অধিনায়ক মুমিনুল হকও ব্যর্থ হয়েছেন মাঠে থাকতে। ১৫ ওভারের মাঝে বাংলাদেশের ৪ ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪ উইকেট হারিয়ে ৬০ রান।
ইন্দোর টেস্টে আজ শনিবার তৃতীয় দিন আর ব্যাটিংয়ে নামেনি ভারত। ৩৪৩ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার। প্রথম ইনিংসের মতো এবারও দুই অঙ্কে যেতে পারলেন না অভিজ্ঞ কোনো ওপেনার।
মাত্র ৬ রানেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস। দলীয় রান তখন ১০। এরপর দলীয় ১৬ রানে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। তিনিও করেন মাত্র ৬ রান। অধিনায়ক মুমিনুল মোহাম্মদ শামির বলে এলবি হয়ে ৭ রান করে ফিরে যান দলীয় ৩৭ রানে। শামি তার দ্বিতীয় ওভারে এসে দলীয় ৪৪ রানে মিঠুনকে ১৮ রানে ফিরিয়ে দেন।
বিডি প্রতিদিন/আরাফাত