দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার হার্শেল গিবস। বর্তমানে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট থান্ডারের কোচ হিসেবে কাজ করছেন।
সিলেট তেমন তারকা বহুল দল নয়। বলতে গেলে কোচ হার্শেল গিবসই তাদের বড় তারকা। তবে বিপিএলে কোচিং করাতে এসে বড় ধরনের সমস্যাতেই নাকি পড়েছেন তিনি। তার ভাষাই যে বোঝেন না ক্রিকেটাররা!
ঢাকায় তৃতীয় পর্বের খেলা শেষে বিপিএল এখন সিলেটে। বৃহস্পতিবার শুরু হচ্ছে সিলেট পর্বের খেলা। তার আগে বুধবার সিলেট থান্ডারের অনুশীলনে গিবস কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে। যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের ইংরেজি বুঝতে না পারাকে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।
গিবস বলেন, ‘স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রে একটি বড় বাধা হলো তাদের অনেকেই ইংরেজি বোঝে না। আমার জন্য তাই তাদেরকে অনেক কিছুই বোঝানো কঠিন। এটি খুবই হতাশার। আমি যখন কথা বলি, দেখি যে তারা শুনছে। কিন্তু দেখেই বুঝতে পারছি এসব তাদের মাথায় ঢুকছে না। অনুধাবন করতে পারছে না।’
আরেকটি বড় সমস্যা গিবসের চোখে ধরা পড়েছে। বলছেন, বাংলাদেশের অনেক ক্রিকেটারই ম্যাচ পরিস্থিতি বুঝতে পারে না। ক্রিকেটাররা বেশির ভাগ সময়ই কাজ অসম্পূর্ণ রেখে আসেন বলে মন্তব্য করেন তিনি।
সাকিবের উদাহরণ টেনে গিবস বলেন, ‘সাকিব আর সবার চেয়ে আলাদা কেন? সেটিই বুঝতে হবে অন্যদের। সে আলাদা কারণ তার ভাবনা অন্য পর্যায়ের। খেলাটা বুঝতে পারার ক্ষমতা তার অন্যদের চেয়ে আলাদা। সে জন্যই সে এত ভালো। গত দুই বছরে তার ম্যাচ পরিস্থিতি বুঝতে পারার ক্ষমতা অনেক বেড়েছে। এ জন্যই সে সব সংস্করণে এত ধারাবাহিক হতে পেরেছে।’
বিডি প্রতিদিন/কালাম