গৌহাটিতে ৫ জানুয়ারি থেকে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা। এই সিরিজকে সামনে রেখে আজ বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেটে। ৫০৯ দিন পর শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস। তিনি সবশেষ ২০১৮ সালের আগস্টে লঙ্কানদের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।
যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বর্তমান টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কার মিশ্র অভিজ্ঞতা হয়েছে, তাই অভিজ্ঞ ম্যাথুসকে তারা দলে রেখেছে। ইনজুরি থেকে সেরে না ওঠায় নুয়ান প্রদীপ নেই দলে। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন কাসুন রাজিথা।
সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হয়েছে লঙ্কানরা। তার আগে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান দল পাকিস্তানকে তাদের ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারিয়েছে। ভারতের বিপক্ষে তারা কেমন করে দেখার বিষয়।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড:
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, আভিষকা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, কুশাল জানিথ পেরেরা, নিরোশান ডিকভেলা, ধনঞ্জয়া ডি সিলভা, ইসুরু উদানা, ভানুকা রাজাপাকসে, অসাদা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাহিরু কুমারা, কুশাল মেন্ডিস ও লাকসান সান্দাকান।
বিডি প্রতিদিন/কালাম