আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণার এক মাস পর নাসিম শাহকে বাদ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নাসিমের পরিবর্তে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে যুব দলে নেয়া হয়েছে। ১৬ বছর বয়সী ফাস্ট বোলার নাসিমের বয়স নিয়ে বিতর্ক কয়েক মাস ধরেই চলছে। তবে বয়স নিয়ে বিতর্কের জন্য তাকে বাদ দেয়া হয়েছে কী না তা জানায়নি পিসিবি। এখন থেকে মূল দলেই দেখা যাবে তাকে।
গত বছরের নভেম্বরে পাকিস্তানের মূল দলে জায়গা করে নিয়েছেন নাসিম। ওয়াকার ইউনূসের সঙ্গে বোলিং নিয়ে কাজ করবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নাসিমকে দেখা যেতে পারে বলে জানিয়েছে পিসিবি।
১৬ বছর ২৭৯ দিন বয়সে সবচেয়ে তরুণ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে অভিষেক হয় নাসিমের। দুটি টেস্ট খেলেছেন নাসিম এবং শেষ টেস্টে তিনি ৫ উইকেটও পেয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা