সপ্তম ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ল’ইয়ার্স ক্রিকেট দল। নিউজিল্যান্ডে শুরু হওয়া এ বিশ্বকাপে বৃহস্পতিবার ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ।
এই জয়ে সপ্তম ল’ইয়ার্স ক্রিকেট বিশ্বকাপে তৃতীয় জয় পেল বাংলাদেশের সুপ্রিম কোর্টের ক্রিকেটাররা।
এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) শ্রীলঙ্কাকে ৯০ রানে এবং সোমবার (৩০ ডিসেম্বর) দলের প্রথম খেলায় কমনওয়েলথ একাদশের বিরুদ্ধে ৮ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ ।
নিউজিল্যান্ডের হ্যামিলটন শহরে অনুষ্ঠিত এ বিশ্বকাপে অংশ নিয়েছে ৮টি দল। আগামী ৯ জানুয়ারি বিশ্বকাপ সমাপ্ত হবে।
ইন্টারন্যাশনাল ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া ল’ইয়ার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ বিশ্বকাপের আয়োজনে করে।
এর আগে ২০০৭ ও ২০১৩ সালে ভারতে, ২০০৯ সালে ইংল্যান্ডে, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজে, ২০১৫/১৬ সালে অস্ট্রেলিয়ায় এবং ২০১৭ সালে শ্রীলঙ্কায় এ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম