পাকিস্তানে ক্রিকেট ফেরাতে আরও একটি পদক্ষেপ নিয়েছে দেশটি। এর অংশ হিসেবে প্রথমবারের মত পাকিস্তানের ঘরোয়া আসর পিএসএল-এর সব ম্যাচ নিজ দেশে আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির চার শহরে অনুষ্ঠিত হবে এবারের আসর।
আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ৩৪টি ম্যাচ করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং মুলতানে অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে পিসিবি। ২২ মার্চের ফাইনালসহ মোট ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।
এর আগে, ২০১৬ সালে অনুষ্ঠিত পিএসএল’র প্রথম আসর পুরোপুরি অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। ২০১৭ সালে দ্বিতীয় আসরের শুধুমাত্র ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল লাহোরে। ২০১৮ সালে লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের চারটি ম্যাচ। বাকিগুলো অনুষ্ঠিত হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। আর গত বছর করাচিতে অনুষ্ঠিত হয়েছিল আটটি ম্যাচ।
স্থানীয় ছয়টি দল কোয়েটা গ্লাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস, করাচি কিংস, লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমির হয়ে এবারের আসরে মোট ৩৬ জন বিদেশি খেলোয়াড় অংশ গ্রহণ করবে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ইংল্যান্ডের জেসন রয়, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন এবং ওয়েস্ট ইন্ডিজের লেন্ডল সিমন্স।
প্রসঙ্গত, ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার নিষিদ্ধ হয়ে পড়ে। তবে বসে নেই পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি দলগুলোর আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে তারা।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফেরার পর পুরো পিএসএল নিজ মাঠে আয়োজন করাটা হবে আমাদের আরেকটি বড় অর্জন। ’
বিডি-প্রতিদিন/মাহবুব