পাঁচ দিনের পরিবর্তে টেস্ট ম্যাচ হবে চার দিনের। আইসিসি'র এই ভাবনার সঙ্গে একমত নন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনি বলছেন, ‘‘আমি সনাতনপন্থী। যেমন খেলাটা আগে ছিল আমি তারই পক্ষে।’’
ম্যাকগ্রা বলছেন, ‘‘আমার মতে, পাঁচ দিনের টেস্ট সব সময়েই স্পেশ্যাল। এর দিন সংখ্যা কমিয়ে দেওয়া আমার একেবারেই পছন্দ নয়। গোলাপি বলে টেস্ট, দিন-রাতের টেস্ট করার চিন্তাভাবনা খুবই ভাল। দিন সংখ্যা কমিয়ে আনার বিরুদ্ধে আমি। আগে ঠিক যেমন ছিল, আমি সেটারই পক্ষপাতী।’’
ম্যাকগ্রার আগে পাঁচ দিনের টেস্ট ম্যাচ করার পক্ষে সায় দিয়েছিলেন নেথান লায়ন। চার দিনের টেস্টের ভাবনাকে হাস্যকর বলেছেন তিনি। ম্যাকগ্রাও সেই সুরেই সুর মেলালেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ