আইসিসির চার দিনের টেস্ট খেলার পরিকল্পনাকে উড়িয়ে দিচ্ছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের মতে, 'আমি চার দিনের টেস্টের বিরুদ্ধে। তবে যারা এটাকে সমর্থন করছে, এর পিছনে তাদের কী চিন্তা কাজ করছে, সেটাই শুনতে চাই।'
২০২৩ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত যে আন্তর্জাতিক ক্যালেন্ডার আইসিসি বানাবে, তাতে জায়গা পেতে পারে এই চার দিনের টেস্ট। আইসিসির কর্মকর্তারা সকল সদস্য দেশকে এ নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসা করেছে। অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস কিন্তু এর পক্ষেই সায় দিয়েছেন।
পন্টিং বলেন, 'গত কয়েক বছরে বেশ কিছু টেস্ট ম্যাচ চার দিনে শেষ হয়েছে। কিন্তু এটাও দেখতে হবে যে, গত এক দশকে কতগুলো টেস্ট ম্যাচ ড্র হয়েছে। চার দিনের টেস্ট ম্যাচ হলে কিন্তু ড্র টেস্টের সংখ্যা বেড়ে যাবে অনেকটাই। বুঝতে পারছি, এর পিছনে অনেকগুলো কারণ আছে। টাকা বাঁচানো যাবে। কিন্তু তার মানে এই নয় যে, টেস্ট ম্যাচ থেকে একটা দিন কমিয়ে ফেলা হোক।'
অস্ট্রেলিয়ার সাবেক এই ক্যাপ্টেন সরাসরি প্রশ্ন তুলেছেন, 'এর পিছনে অন্য কারণ যদি কিছু থাকে, সেটা তুলে ধরা হোক। আমি বরাবর ঐতিহ্যের পক্ষে। যদি গুরুতর কোনও কারণ না থাকে, তবে এমন বদল আনার দরকার কী?'
এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্যও রিকি পন্টিং। এর আগে ওই কমিটি এই ভাবনা বাতিল করে দিয়েছিল। সাবেক অজি ক্রিকেটারের কথায়, 'দু-তিন বছর আগে এ নিয়ে আলোচনা হয়েছিল কমিটিতে। কিন্তু সবাই মিলে এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে, টেস্ট পাঁচ দিনেরই হওয়া উচিত।'
এমসিসির কমিটির সিদ্ধান্ত এক রকম হওয়া সত্ত্বেও কেন আইসিসি আবার টেস্ট ম্যাচ চারদিনের করার চেষ্টা করছে, তা নিয়ে যথেষ্ট অবাক পন্টিং। তার আরও মনে হচ্ছে, এ নিয়ে একটু বেশিই তাড়াহুড়া করছে বিশ্ব ক্রিকেট সংস্থা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ