২১ জানুয়ারি, ২০২০ ২২:২৭

বঙ্গবন্ধু নারী হ্যান্ডবলে মুকুট ধরে রাখল বাংলাদেশ আনসার

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু নারী হ্যান্ডবলে মুকুট ধরে রাখল বাংলাদেশ আনসার

সংগৃহীত ছবি

বিজেএমসিকে হারিয়ে বঙ্গবন্ধু ৩০তম জাতীয় নারী হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে মুকুট ধরে রেখেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ৩৩-২৫ গোলে জয় পায় তারা। বাংলাদেশ আনসারের খাদিজা ১১টি গোল করেন।

ফাইনালে বাংলাদেশ আনসার প্রথমার্ধে ১৬-১১ গোলে এগিয়ে ছিল। পরে ৩৩-২৫ গোলে বিজেএমসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১০নং জার্সিধারী আলপনা আক্তার প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অনুষ্ঠানে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিশেষ অতিথি ছিলেন এক্সিম ব্যাংক লিমিটেডের হেড কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের সহ-সভাপতি সঞ্জীব চ্যাটার্জি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ.কে.এম নুরুল ফজল বুলবুল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের সহ-সভাপতি ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফেডারেশনের সহকারী-সাধারণ সম্পাদক ও প্রতিযোগিতার সাংগঠনিক কমিটির সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর