২৬ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৫২

প্রথম টেস্টে হারল কেন ভারত? জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক

অনলাইন ডেস্ক

প্রথম টেস্টে হারল কেন ভারত? জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ ভারতের ব্যাটসম্যানরা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের মতে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটো ইনিংসে গুটিয়ে থাকার জন্যই হারতে হয়েছে ভারতকে।

নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক বলেছেন, ‘‘বিদেশের মাটিতে ভারতের পারফরম্যান্স ভাল নয়। ওরা নিজেদের সহজাত ক্রিকেটটাই তুলে ধরতে পারেনি। দুটো ইনিংসেই গুটিয়ে থাকতে দেখা গিয়েছে ওদের। বাউন্ডারি হাঁকানোর একাধিক বল ছেড়ে দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা। একটা দারুণ বলে উইকেট গিয়েছে ভারতের। এভাবে সাধারণত খেলে না ভারত।’’  

ভারতীয় ব্যাটিং লাইন আপে রয়েছেন কোহলি, পূজারা, রাহানেদের মতো তারকা ব্যাটসম্যান। দুটো ইনিংসের একটিতেও দুশ' রানের গণ্ডি অতিক্রম করতে পারেনি ভারত। প্রথম ইনিংসে কোহলিরা করেন ১৬৫ রান। দ্বিতীয় ইনিংসে ১৯১। কিউই আক্রমণের সামনে অসহায় দেখিয়েছে কোহলি-পূজারাদের।  

প্রাক্তন পাকিস্তানি উইকেট কিপার বলছেন, ‘‘প্রথম ইনিংসে ভারত আক্রমণের রাস্তা নিতেই পারত। হতাশাজনক ব্যাটিং ও বোলিং করেছে। এই উইকেটে সফল হতে পারত উমেশ যাদব। কিন্তু তার বদলে স্টাম্প টার্গেট করে ওরা বল করে গিয়েছে।  সিম ও সুইং বোলিংয়ের সহায়ক যখন হয় উইকেট, তখন অফ স্টাম্পের বাইরে বল ফেলতে হয় যাতে ব্যাটসম্যান ড্রাইভ করে।’’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর