নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৯১ রানে গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ।
মেলবোর্নের জাঙ্কশন ওভালে নিউজিল্যান্ডের মেয়েরা টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপের মুখে পড়ে। ১৮.২ ওভারে ৯১ রানে অলআউট হয়ে যায় তারা। জিততে বাংলাদেশকে করতে হবে ৯২ রান।
বল হাতে বাংলাদেশের রিতু মনি ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন। ২.২ ওভার বল করে ৭ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন সালমা খাতুন। রুমানা আহমেদ ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। অপর উইকেটটি রান আউট থেকে এসেছে।
শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও চেয়েছিল বাংলাদেশকে তুলোধুনে করতে। কিন্তু আগের ম্যাচের হার থেকে শিক্ষা নেওয়া বাংলাদেশের মেয়েরা সেটা হতে দেয়নি। ৬.৫ ওভারের মাথায় সালমা খাতুন প্রথম আঘাতটি করেন ব্লাকক্যাপস শিবিরে। এ সময় তাদের অধিনায়ক সোফি ডিভাইনি সালমার বলে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ১৫ বল খেলে ১২ রান করে যান তিনি।
নবম ওভারে ফিরে এসে দ্বিতীয় আঘাত করেন সালমা। এবার ৪০ রানের মাথায় তার বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন রাসেল প্রিয়েস্ট। ৩২ বলে ২৫টি রান আসে তার ব্যাট থেকে। এরপর সুজি বাতেস ও ম্যাডি গ্রিন ২৬ রানের জুটি গড়েন। ৬৬ রানের মাথায় বাতেসকে বোল্ড করে উইকেট উৎসব শুরু করেন রিতু মনি।
সেখান থেকে ৯১ রানে যেতেই বাকি ৮টি উইকেট হারায় নিউজিল্যান্ড। ৬৮ রানে ম্যাডি গ্রিন (১১), ৬৮ রানে হিলি জেনসেন (রান আউট), ৭৫ রানে কাতি মার্টিন, ৮১ রানে আন্না পিটারসন, ৮৫ রানে আমেলিয়া কের, ৮৯ রানে লেই কাসপিরেক ও ৯১ রানে লিয়া তাহু আউট হলে ১৮.২ ওভারেই শেষ হয় তাদের ইনিংস।
ব্যাট হাতে নিউজিল্যান্ডের প্রথম সারির চারজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান পান (১২, ২৫, ১৫ ও ১১)। বাকিদের রান ছিল টেলিফোন নম্বরের মতো ২৬৫৫২৩২।
বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশের ভারতের কাছে ১৮ রানে ও অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে হার মেনেছে। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারানোর পর ভারতের কাছে ৩ রানের ব্যবধানে হার মেনেছে।
বিডি প্রতিদিন/কালাম