বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান নিষেধাজ্ঞার কারণে আপাতত ক্রিকেটের বাইরে আছেন। আর তার অনুপস্থিতির সুযোগ নিতে চায় জিম্বাবুয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার অনুশীলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জিম্বাবুয়ের অধিনায়ক চামু চিবাবা।
এ সময় চিবাবা বলেন, বাংলাদেশ দলে সাকিব না থাকায় বাড়তি সুবিধা পাওয়ার আশা করছেন তারা। সুযোগটা কাজে লাগিয়ে সিরিজ জয়ের দিকেই লক্ষ্য জিম্বাবুইয়ান অধিনায়কের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ