১৯ সেপ্টেম্বর, ২০২০ ০২:৫৩

৮ গোলের জয়ে মৌসুম শুরু বায়ার্নের

অনলাইন ডেস্ক

৮ গোলের জয়ে মৌসুম শুরু বায়ার্নের

ট্রেবল জিতে সর্বশেষ মৌসুম শেষ করেছিল বায়ার্ন মিউনিখ। নতুন মৌসুমও শুরু করেছে দুর্দান্তভাবে। জার্মান বুন্দেসলিগার প্রথম ম্যাচে বাভারিয়ানরা জিতেছে ৮-০ গোলের বিশাল ব্যবধানে। শুক্রবার রাতে ঘরের মাঠে শালকে’কে উড়িয়ে দিয়েছে তারা। 

ম্যাচের শুরুতেই তরুণ জার্মান ফরোয়ার্ড সের্গি গিনাব্রির গোলে এগিয়ে যায় বায়ার্ন। ম্যাচের চার মিনিটের মাথায় গোল করেন তিনি। এরপর জার্মান মিডফিল্ডার লিয়ন গোরেৎস্কার ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের ৩৭ মিনিটে আরও এক গোল করে বায়ার্ন মিউনিখ। এবার স্কোর বোর্ডে নাম তোলেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি। 

দ্বিতীয়ার্ধে শালকে দেখে বায়ার্নের নিষ্ঠুর রূপ। গিনাব্রির গোলে আবার শুরু করে সর্বশেষ লিগ চ্যাম্পিয়ন বায়ার্ন। ম্যাচের ৪৭ মিনিটে প্রতিপক্ষের জালে চতুর্থ গোল করেন তিনি। ১২ মিনিট পরে আবার গোল করে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। এরপর ৭১ মিনিটে বায়ার্নের হয়ে নিজের প্রথম গোল করেন লিরয় সানে। 

ম্যানসিটি থেকে বাভারিয়ানদের দলে এসেই গোলের খাতা খোলেন তিনি। শালকের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন বায়ার্নের ১৭ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার জামাল মুসিয়ালা। ইংল্যান্ডের এই তরুণের গোলে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায় সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জেতা জার্মান জায়ান্টরা।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর