২৫ সেপ্টেম্বর, ২০২০ ০৬:০৭

১০ বছরে প্রথমবার ইউরোপের বর্ষসেরার তালিকায় নেই মেসি-রোনালদো

অনলাইন ডেস্ক

১০ বছরে প্রথমবার ইউরোপের বর্ষসেরার তালিকায় নেই মেসি-রোনালদো

ফাইল ছবি

উয়েফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। আর সেই তালিকায় নাম নেই লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০১০ সালের পর প্রথমবার মেসি-রোনাল্ডো বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীত হননি।

২০১৯-২০ মৌশুমের সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন, বায়ার্ন মিউনিখের পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি এবং বায়ার্ন মিউনিখের জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার।

আগামী ১ অক্টোবর সুইত্জারল্যান্ডের নিওনে উয়েফার বর্ষসেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে ট্রফি। একই সঙ্গে ২০২০-২১ মৌশুমের চ্যাম্পিয়ন্স ট্রফির ড্র অনুষ্ঠিত হবে ওই দিনে।

২০১০ সালের পর তিনবার রোনালদো এবং দুইবার লিওনেল মেসি উয়েফার বর্ষসেরা হয়েছেন। এবার উয়েফার বর্ষসেরার তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাম নেই বার্সেলোনা তারকা লিওনেল মেসি এবং জুভেন্টাসের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর