বাংলাদেশকে ভবিষ্যতে আবারও নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার অধিনায়কত্বের গুরুভার চেপেছে তার কাঁধে।
মুশফিক গণমাধ্যমকে বলেন, এই টুর্নামেন্টে দল মনে করেছে অধিনায়কত্ব করার জন্য আমি বেস্ট পারসন। সুতরাং সে হিসেবেই ক্যাপ্টেন্সি করা। কিন্তু জাতীয় দলের অধিনায়ক হওয়ার কোন ইচ্ছে আমার নেই।
তিনি আরও বলেন, আমি মনে করেছি জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার আর কোন সুযোগ কিংবা সম্ভাবনা নেই। বিসিবি মনে করেছে দলে অনেক তরুণ ক্রিকেটার আছে যারা অধিনায়কত্ব করার সুযোগ পেলে ভবিষ্যতে দলের উপকার হবে। যেহেতু জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটের দলগুলোতেও বেশকিছু তরুণ ক্রিকেটার আছে যারা নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য, তাদেরকে আরো বেশি সুযোগ দেয়া উচিত।
উল্লেখ্য, অনেকেই ধারণা করছিলেন, দেশকে নেতৃত্ব দেয়ার ইচ্ছে পোষণ করতে পারেন সাবেক এই অধিনায়ক। তবে মুশফিক সরাসরিই জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে আর নয়! এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপেও নেতৃত্ব দেননি এই তারকা ক্রিকেটার।
বিডি-প্রতিদিন/শফিক