করোনা পরিস্থিতিতে বিশ্বক্রিকেটে সবচেয়ে বড় লড়াই। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম দুই দলের লড়াই নিঃসন্দেহ উপভোগ হবে ক্রিকেটপ্রেমীদের। গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) থেকে অ্যাডিলেড ওভালে শুরু হয়েছে চার টেস্টের বর্ডার-গাভাস্কর ট্রফি। টেস্ট ক্রিকেটে ভারত-অস্ট্রেলিয়ার দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা।
তবে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের রেকর্ড মোটেই ভালো নয়। গতবার টেস্ট সিরিজ জিতলেও এক সময় অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ জেতাই ভারতের কাছে কঠিন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার মাটিতে এখনও পর্যন্ত ৪৮টি টেস্টের মধ্যে মাত্র ৭টি জিতেছে ভারত। আর অস্ট্রেলিয়া জিতেছে ২৯টি টেস্ট। ড্র হয়েছে ১২ বার। শুধু তাই নয়, প্রথম ১২টি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে কোনও ম্যাচ জেতেনি ভারত।
আর ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি লড়াইয়েও অনেক এগিয়ে অজিবাহিনী। ১৯৪৭ সাল থেকে দুই দেশের মধ্যে টেস্টের লড়াই হয়েছে ৯৪টি ম্যাচে। যার মধ্যে ৪২টিতে জিতেছে অস্ট্রেলিয়া৷ মাত্র ২৮টি টেস্টে জয় পেয়েছে ভারত। আর ড্র হয়েছে ২৭টি টেস্ট।
এবার সিরিজের প্রথম টেস্টটি হচ্ছে অ্যাডিলেড ওভালে। যা আবার ডে-নাইট টেস্ট। প্রথমবার বিদেশে পিঙ্ক বল টেস্ট খেলতে নেছে ভারত। অ্যাডিলেড ওভালে এর আগে পর্যন্ত ১২টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। এর মধ্যে ২টি জিতেছে ভারত আর অস্ট্রেলিয়া জিতেছে ৭টি টেস্টে। বাকি তিনটি টেস্ট ড্র হয়েছে।
করোনাভাইরাস অতিমহামারীর পর অস্ট্রেলিয়া সফর দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে ভারত। মাঠে ফিরেছেন দর্শকরাও। প্রথমে ওয়ান ডে, তারপর টি-২০ এবং সবশেষে টেস্ট। অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্ট দিয়ে অজিদের বিরুদ্ধে সিরিজ শুরু করেছে কোহলি অ্যান্ড কোং। শেষবার অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারিয়ে টেস্ট জিতেছিল কোহলির ভারত। ইতিহাসে প্রথমবার। শুধু তাই নয়, এশিয়ার প্রথম দল এবং একমাত্র দল হিসেবে এই নজির গড়েছিল ভারত।
২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়াকে চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে হারিয়েছিল ভারত। সেবার নির্বাসনের কারণে অস্ট্রেলিয়া দলে ছিলেন না দুই তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। সুতরাং এই দুই তারকা ব্যাটসম্যানের অনুপস্থিতিতে বিরাটদের সাফল্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কিন্তু এবার দু’জনেই দলে রয়েছে। তবে চোটের কারণে প্রথম টেস্টের দলে নেই ওয়ার্নার। তবে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে চোট সারিয়ে দলে ফেরার ব্যাপারে আশাবাদী বাঁহাতি অজি ওপেনার।
চোটের কারণে এবার সিরিজের প্রথম দু’টি টেস্টে নেই রোহিত শর্মা। তবে তৃতীয় টেস্ট থেকে রোহিতের দলে ফেরা নিশ্চিত। ফিট হয়ে অস্ট্রেলিয়া উড়ে এসেছেন ভারতীয় এই টপ-অর্ডার ব্যাটসম্যান। তবে ভারতের জন্য সবচেয়ে খারাপ খবর হল, প্রথম টেস্টের পর দেশে ফিরে যাবেন বিরাট কোহলি। প্রথম সন্তানের জন্মের জন্য পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন বিরাট। ফলে সিরিজের বাকি তিনটি টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিংকা রাহানে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ