বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফাইনালে মাহমুদুল্লাহ রিয়াদের ঝড়ো ব্যাটিংয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ১৫৫ রান সংগ্রহ করেছে জেমকন খুলনা। ফলে শিরোপা জিততে হলে চট্টগ্রামের করতে হবে ১৫৬ রান। মাহমুদুল্লাহ করেন ৪৮ বলে ৭০ রান।
এর আগে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন।
এর আগে শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন চট্টগ্রাম।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই জহরুল ইসলাম অমির উইকেট হারায় খুলনা। এরপর জাকির হাসান (২৫) ও ইমরুল কায়েসও (৮) খুব একটা সুবিধা করতে পারেননি। তবে সেখান থেকেই আরিফুল হক ও মাহমুদুল্লাহ রিয়াদ দলের রানের চাকা সচল রাখতে সচেষ্ট হন। যদিও আরিফুল (২১) ইনিংস দীর্ঘ করতে পারেননি।
তবে শেষদিকে মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট চালিয়ে রান তোলার চেষ্টা করেন। তবে অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা যোগ্য সঙ্গ দিতে পারেননি। শুভাগত হোম (১৫), শামিম হোসেন (০), মাশরাফি বিন মর্তুজা (৫) ব্যর্থ হলে অল্প রানেই থামার শঙ্কা ভর করে খুলনা শিবিরে। তবে ওই অবস্থায়ও ৩৯ বলে অর্ধশতক তুলে নেন মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত রিয়াদ ৪৮ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন।
চট্টগ্রামের নাহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম ২টি, মোসাদ্দেক হোসেন ও মুস্তাফিজুর রহমান ১টি করে উইকেট নেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন