পেশাদারি ক্যারিয়ারের অধিকাংশ সময় ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলেছেন ওয়েইন রুনি। এবার বাবার পদাঙ্ক অনুসরণ করে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছে রুনির ছেলে ১১ বছর বয়সী কাই। খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড।
নিজের অফিসিয়াল টুইটারে একটি ছবি পোস্ট করেছেন রুনি। যেখানে দেখা যাচ্ছে, ওল্ড ট্রাফোর্ডে বাবা এবং মা কোলিনক পাশে রেখে কাইকে চুক্তিতে সই করতে। আর ছবিটির ক্যাপশনে সাবেক ইংলিশ ফরোয়ার্ড লিখেছেন, ‘গর্বের দিন। কাই ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করছে। কঠোর পরিশ্রম করো পুত্র।’
রুনি ইউনাইটেডে খেলছেন ১০ নাম্বার জার্সি পরে। চুক্তির সময় কাইও তার পাশে রেখেছে ১০ নাম্বার জার্সি। বাবার মতো ছেলেও মাঠে নামবে একই নাম্বারের জার্সি গায়ে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ