বিরাট কোহলির সন্তান যদি ভবিষ্যতে ক্রিকেটার হয় তাহলে কোন দেশের হয়ে খেলবে? ক্রিকেটার না হলে বিরাটের সন্তান কোন দেশের প্রতিনিধিত্ব করবে? বিরাট কোহলির সন্তান এখনও ভূমিষ্ঠ হয়নি। নতুন বছরের শুরুতেই বিরাট-আনুশকার জীবনে আসবে নতুন অতিথি। কোহলির সন্তান ভারতের নাগরিক হবে।
কিন্তু এই সহজ বিষয়টা মজার ছলে জটিল করে তুলেছেন কিংবদন্তি অজি পেসার ব্রেট লি। আসলে তিনি চান কোহলির সন্তান অস্ট্রেলিয়ায় জন্ম নিলে বেশ হয়, তাহলে জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক হবে কোহলির সন্তান। আর তাহলে সে যদি ক্রিকেটার হয় ভবিষ্যতে তাহলে সে অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারবে।
অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিবারাতের টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসবেন বিরাট কোহলি । সন্তানের জন্মের সময় স্ত্রী আনুশকা শর্মার পাশে থাকতে চান ভারত অধিনায়ক।
মজা করে লি বলেছেন, তোমার যদি এই প্রস্তাবটা ভালো লাগে তাহলে ভেবে দেখতে পার। তোমার সন্তান অস্ট্রেলিয়ায় জন্ম নিতে পারে। আমরা তাকে সাদরে বরণ করে নেব। তোমার যদি ছোট্ট একটি মেয়ে হয় ,তাহলেও দারুন হবে। তোমার ছোট্ট ছেলে হলেও বেশ হবে। সে ভবিষ্যতে ব্যাগি গ্রিন পরতে পারবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ