অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করে সফরকারী ভারতের। অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বল টেস্টে ৮ উইকেট হার বিরাট কোহলিদের। মাত্র আড়াই দিনেই কোহলিদের হারিয়ে চার টেস্টের সিরিজে ০-১ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
শনিবার অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৬ বছর আগের রেকর্ড ভেঙে লজ্জার ইতিহাস গড়ল কোহলি অ্যান্ড কোং।
অজি তারকার পেসার জোস হ্যাজেলউড ও প্যাট কামিন্সের ভয়ংকর বোলিংয়ের সামনে অসহায় আত্মসর্মপণ করেন ভারতীয় ব্যাটসম্যানরা। ৫ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৫ উইকেট নেন হ্যাজেলউড এবং ২১ রান দিয়ে ৪ উইকেট নেন কামিন্স।
ভারতের লজ্জার রেকর্ডে কেউ হ্যাজলউড আর প্যাট কামিন্সের বোলিংয়ের প্রশংসায় মেতেছেন। আবার অনেকেই বিরাট কোহলিদের সমালোচনায় ব্যস্ত। এমন লজ্জার হারে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ট্রল বা কৌতুকও হচ্ছে ভারতের ইনিংস নিয়ে।
এর মধ্যে হাস্যরসের জোগান দিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতারও। ঘুম থেকে উঠে টিভি দেখে তিনি নাকি প্রথমে ভেবেছিলেন ভারতের স্কোর ৩৬৯! আসলে সেটা টিভিতে তখন দেখাচ্ছিল, ৩৬/৯।
টুইটারে শোয়েব আখতার লেখেন, ঘুম থেকে উঠে দেখলাম (ভারতের) স্কোর ৩৬৯। বিশ্বাসই করতে পারছিলাম না। চোখ-মুখ ধুয়ে তারপর দেখলাম স্কোর আসলে ৩৬/৯। এটাও বিশ্বাস করতে পারছিলাম না, পরে আবার ঘুমিয়ে গেলাম’।
এর আগে টেস্ট ক্রিকেটে ভারতের সর্বনিম্ন স্কোর ছিল ৪২। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে অলআউট হয়ে গিয়েছিল অজিত ওয়াদেকরের ভারত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন