কুয়েতে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক আব্দুর রউফ মাওলাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েত।
দীর্ঘ তিন যুগেরও বেশি সময়ের প্রবাসী জীবনের ইতি টেনে দেশে ফেরা উপলক্ষে মিডিয়া ব্যক্তিত্ব, সংগঠক, আইএমএফ এর সভাপতি ও মাসিক মরুলেখার সম্পাদক আব্দুর রউফ মাওলাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের জৈষ্ঠ্য সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ হ জুবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রবাসী এ সংগঠকের অতীত নানা কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন বক্তারা। পাশাপাশি তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদে স্বদেশ যাত্রা কামনা করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী, সিআইপি হাজী আবুল কাশেম। সংগঠনের সহ-সভাপতি শরিফ মিজান, প্রবাসী ব্যবসায়ী শফিকুল ইসলাম বাবুলসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক