আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট। প্যাট কামিন্স চাইছেন পেস বোলারদের জন্য মেলবোর্নের উইকেটেও গতি ও বাউন্স মজুত থাকুক।
গত শনিবার (১৯ ডিসেম্বর) অ্যাডিলেডে ভারতীয় ব্যাটিংকে ছারখার করে দেন কামিন্স ও হ্যাজলেউড। এবার কামিন্স বলছেন, আমার মনে হয় ২০১৭ সালের অ্যাশেজ টেস্ট ও দু’বছর আগে ভারতের বিরুদ্ধে টেস্টে মেলবোর্নের উইকেট রীতিমতো পাটা ছিল। একজন বোলারের উৎসাহিত হওয়ার মতো কিছু ছিল না। গত বছর নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবশ্য ভাল উইকেটে খেলা হয়েছিল। যাতে মুভমেন্টের পাশাপাশি গতি আর বাউন্সও ছিল। আশা করা যায় যে এবারও তেমন থাকবে।
এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার কামিন্স বলেছেন, শুধু একজন খেলোয়াড় হিসেবে নয়, একজন ক্রিকেটপ্রেমী হিসবে মনে করি যে ব্যাট ও বলের মধ্যে দুর্দান্ত লড়াই হলেই সেই উইকেট সেরা। যেখানে অনুভূত হয় যে নিজের স্কিল ঠিকঠাক মেলে ধরতে পারলে ম্যাচে বড় প্রভাব ফেলা যাবে।
অস্ট্রেলিয়া দলের বোলিং পারফরম্যান্সের প্রশংসা করে কামিন্স যোগ করেন, এমন একটা দিন গেছে যখন সবকিছুই ঠিকঠাক হয়েছে। আমরা যে চেষ্টাই করেছি, সেটাই সফল হয়েছে। গত বছর হেডিংলিতেও এমন হয়েছিল। সেই দিনের মতো গত শনিবারও অস্ট্রেলিয়া দলকে সেরা বোলিং করতে দেখলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ