ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সঙ্গে ৩-০ গোলে জয়লাভ করেছে আবাহনীর। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনীর জয়ে জোড়া গোল করেন জুয়েল রানা। আর একটি গোল করেন মাসিহ সাইঘানি।
ম্যাচের ৪১ মিনিটে রায়হানের থ্রোয়ে আবাহনীর আফগান ডিফেন্ডার সাইঘানি হেডে লক্ষ্যভেদ করেন। চার মিনিট পর জুয়েল রানা ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোলের দেখা পায় আবাহনী। ৫৩ মিনিটে রায়হানের থ্রো থেকে পাওয়া বলে বেলফোর্ট মাথা ছোঁয়ান। পরে জুয়েল আলতো টোকায় বল মোহামেডানের জালে পাঠান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ