বক্সিং ডে টেস্টের দল ঘোষণা করল ভারত। মেলবোর্নে শনিবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট। উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা এবং ওপেনার পৃথ্বী শ্বাও বাদ পড়েছেন দল থেকে। টেস্ট অভিষেক ঘটবে শুভমান গিল ও পেসার মোহম্মদ সিরাজের। ঋদ্ধির জায়গায় খেলবেন ঋষভ পন্থ। দলে চারটি পরিবর্তন করেছে টিম ইন্ডিয়া।
বক্সিং ডে টেস্টে নেই অধিনায়ক বিরাট কোহলি। তার বদলে নেতৃত্ব দেবেন আজিঙ্কা রাহানে। ওপেন করতে নামবেন মায়াঙ্ক আগরওয়াল এবং শুভমান গিল। ৩ নম্বরে চেতেশ্বর পুজারা। দলে জায়গা হয়নি লোকেশ রাহুলের। মিডল অর্ডারে থাকবেন রাহানে, হনুমা বিহারী এবং উইকেটকিপার ঋষভ পন্থ।
অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে দলে নেওয়া হয়েছে। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন থাকছেন দলে। ৩ পেসার নিয়েই নামবে ভারত। যাসপ্রীত বুমরা, উমেশ যাদবের সঙ্গী হিসেবে অভিষেক ঘটবে মোহম্মদ সিরাজের। সিরাজ দলে এলেন মহম্মদ সামির জায়গায়। অস্ট্রেলিয়া তাদের প্রথম টেস্টের দলই অপরিবর্তিত রেখেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ