ক্রিসমাসে দুঃসংবাদ বয়ে এল পেপ গুয়ার্দিওলার সংসারে। করোনা আক্রান্ত হলেন ম্যানচেস্টার সিটির দুই তারকা ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস এবং কাইল ওয়াকার। দুই ফুটবলার ছাড়াও দুইজন সাপোর্ট স্টাফও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে ম্যানচেস্টারের ক্লাবটির তরফে জানানো হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) কাবারো কাপের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিরুদ্ধে মাঠে ছিলেন করোনা আক্রান্ত সিটির দুই ফুটবলারই। আর্সেনালকে ৪-১ হারানো সেই ম্যাচে দলের হয়ে প্রথম গোলটি এসেছিল ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুসের পা থেকেই। ওয়াকার যদিও পরিবর্ত হিসেবে নেমেছিলেন। তবে মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ায় বক্সিং-ডেতে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে প্রিমিয়র লিগের লড়াইয়ে নামা হচ্ছে না দু’জনের। শুধু বক্সিং-ডে নয়, সামনে স্কাই ব্লুজ’দের ব্যস্ত শিডিউলের একাধিক ম্যাচে এই দু’জনকে না পাওয়া গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
আগামি ২৬ জানুয়ারি নিউক্যাসল ম্যাচের পর আগামী ৩ জানুয়ারি চেলসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ম্যানচেস্টার সিটি। এরপর ৬ জানুয়ারি ইএফএল কাপের সেমিতে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাঞ্চেস্টার ডার্বি।
শুক্রবার (২৫ ডিসেম্বর) এক বিবৃতিতে সিটি দুই ফুটবলারসহ চারজনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি সম্পর্কে অনুরাগীদের জ্ঞাত করে ক্লাবটি। তারা জানায়, চারজনকে আপাতত প্রিমিয়র লিগ এবং যুক্তরাজ্য সরকারের কোয়ারেন্টাইন প্রোটোকল মেনে সেলফ-আইসোলেশনে রাখা হবে। ক্লাবের প্রত্যেকে তাদের সহকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করছে। যাতে তারা শীঘ্রই অনুশীলনে এবং প্রতিযোগীতায় নামতে পারে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ