বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে পুনরায় দলে নেওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন সিলেটের ভক্ত-সমর্থকরা।
আজ শনিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন ও সমাবেশ করে এ দাবি জানিয়েছেন তারা। মানববন্ধনের আয়োজন করে ‘মাশরাফি ফ্যান ক্লাব’ নামের একটি সংগঠন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, মাশরাফি এখনো ফুরিয়ে যাননি, যার উজ্জ্বল দৃষ্টান্ত বঙ্গবন্ধু টি টুয়েন্টি টুর্নামেন্টের পারফরমেন্স। ক্রিকেটের জন্য অন্তঃপ্রাণ মাশরাফিকে জাতীয় দলে রাখা না হলে তার প্রতি অবিচার করা হবে। দেশের ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হবে। তাই দেশের ক্রিকেটের স্বার্থে মাশরাফিকে পুনরায় জাতীয় দলে ফিরে নিতে হবে।
মাশরাফি ফ্যান ক্লাবের আহ্বায়ক আব্দুল আলীম তুষারের সভাপতিত্বে ও কাজী মাকসদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি আল আজাদ।
এছাড়া উপস্থিত ছিলেন- এনটিভি ইউরোপের ব্যুরো প্রধান সাজলু লস্কর, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, হাবিবুর রহমান পাবেল, জাবেদ রহমান, শরীফ মোবারক সুমন প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর