আন্তর্জাতিক ক্রিকেটে এক দিনের ফরম্যাটে দশকের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
আজ সোমবার আইসিসি'র পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়েছে। প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে এই পুরস্কার পেয়েছেন বিরাট। তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি এই দশকে এক দিনের ক্রিকেটে ১০ হাজারের বেশি রান করেছেন।
গত ১০ বছরের সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নাম্বার ওয়ান টেস্ট ব্যাটসম্যান স্টিভেন স্মিথ।
এদিকে, দশক সেরা টি-২০ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান।
নারীদের তিন ক্যাটাগরিতে দশক সেরা হয়েছেন অস্ট্রেলিয়ান তারকা এলিসা পেরি।
বিডি প্রতিদিন/আরাফাত