সর্বশেষ এ বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর শুধু সালমা ও জাহানারা মেয়েদের আইপিএলখ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলেন। এরপর দীর্ঘ ৯ মাস, মাঠে নামতে পারেনি সালমা খাতুনের দল। করোনার কারণে সবকিছুই বন্ধ ছিল। খেলাও হয়নি। গত কয়েক মাস আগে মাঠে ফিরতে পারেন পুরুষ ক্রিকেটাররা। এবার নারী ক্রিকেটাররা ফিরছেন।
সূত্র জানায়, ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাম্প। এই ক্যাম্পের জন্য ২৯ ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাসব্যাপী চলবে এ ক্যাম্প।
সেখানে নিজেদের মধ্যে ৫টি সীমিত পরিসরের অনুশীলন ম্যাচ খেলবেন রুমানা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলমরা। ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকবেন নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স।
ক্যাম্পে যারা থাকবেন
সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমীন সুলতানা, ইসমা তানজিম, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক ও একা মল্লিক।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ