নিউজিল্যান্ড এবার প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে টপকে আইসিসি-র টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেল। এটাই তাদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার। বুধবার পাকিস্তানকে ১০১ রানে প্রথম টেস্টে হারানোর পরেই এই কৃতিত্ব অর্জন করে দলটি।
তবে শীর্ষস্থান ধরে রাখতে নিউজিল্যান্ডকে আগামী ম্যাচে জিততেই হবে। না হলে ফের অস্ট্রেলিয়া উপরে চলে যাবে। বুধবারের ম্যাচ কিউয়িদের চলতি বছরে টানা পঞ্চম টেস্ট জয়। বছরের শুরুতে ভারতকেও ২-০ হারিয়েছিল নিউজিল্যান্ড। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজকেও দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করেছিল। তখনই তাদের সামনে এক নম্বরে ওঠার সুযোগ চলে এসেছিল। তবে সামান্য কিছু ব্যবধানের জন্য টপকানো হয়নি।
এখন নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৭। মেলবোর্নে ভারতের কাছে দ্বিতীয় টেস্টে হারায় অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট কমেছে। সেই সুযোগ দারুণ ভাবে কাজে লাগিয়েছে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন দল। র্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে দু'দলের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে।
বিডি-প্রতিদিন/শফিক