ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও কংগ্রেস নেতা মোহাম্মদ আজহারউদ্দিনের গাড়ি। বুধবার সকালে রাজস্থানের সুরওয়ালে এই দুর্ঘটনার ঘটে। পার্সোনাল অ্যাসিসটেন্টের মতে এই ভয়াবহ দুর্ঘটনায় আজহারের কোনও ক্ষতি হয়নি। এ খবর জানিয়েছে সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআই।
সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে লালসট-কোটা হাইওয়েতে। আজহারউদ্দিনের গাড়ি উল্টে গিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। সাবেক এই তারকা ক্রিকেটার কোনো রকমে বড় বিপদের হাত থেকে বাঁচেন। তার বড় কোনও চোট লাগেনি।
আজহার ভারতের জার্সি গায়ে ৯৯ টি টেস্ট খেলেছেন। একটা সময়ে একদিনের আন্তর্জাতিক ম্যাচে একসময়ে তিনি সর্বোচ্চ রানের মালিক ছিলেন। আজহার ভারতকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ১৯৯২ থেকে ১৯৯৯ অবধি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে ১৯৯৬ সালে সেমিফাইনালে পৌঁছায় ভারত।
বিডি-প্রতিদিন/শফিক