সপ্তাহজুড়ে আলোচনায় ছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। যেখানে দশকের সেরা নানা ক্যাটাগরিতে পুরষ্কার দেয়া হয়। তবে কোন ক্রিকেট দলের কোন একাদশেই জায়গা পাননি পাকিস্তানের কোন ক্রিকেটার। এনিয়ে টুইটারে সমালোচনা করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। খবর বিবিসি বাংলা।
তিনি বলেন, "টাইপো" হয়েছে, তারা আইপিএলের দশক সেরা দল লিখতে ভুলে গেছে।এবারের আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নারী ও পুরুষ ক্যাটাগরিতে গত দশকের সেরা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের ঘোষণা করেছে। বাংলাদেশের সাকিব আল হাসান জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। আফগানিস্তানের রশিদ খান জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে।
কিন্তু কোন পাকিস্তানি ক্রিকেটারের নাম না থাকায় সমালোচনা হয়েছে পাকিস্তানের ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে। শোয়েব আখতার ক্রিকেট খেলা ছাড়ার পর নিয়মিত ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। হালের ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে শোয়েব আখতার ইউটিউব ও টুইটারেও বেশ সরগরম নিজের নানা বিশ্লেষণ ও মতামত নিয়ে।
বিডি-প্রতিদিন/শফিক