করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান। আপাতত আইসোলেশনে থাকবেন জিদান। তার বদলে রামোস-বেনজেমাদের সামলানোর দায়িত্ব পালন করবেন তার সহকারী দাভিদ বেত্তনি।
লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচে আলাভেসের মুখোমুখি হবে রিয়াল। এরপর লেভান্তে, হুয়েস্কা এবং গেতাফের মুখোমুখি হবে রিয়াল। করোনা পজিটিভ হওয়ায় এই কয়টি ম্যাচে জিদানের থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে কত দ্রুত তিনি সুস্থ হয়ে ওঠেন এবং লা লিগার করোনাবিধির ওপর নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত।
লিগে পয়েন্ট টেবিলে বর্তমানে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন